
এস এম রনি
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার ৩৫-৪০সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়- খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ২৯ডিসেম্বর সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে গতকাল ৩১ডিসেম্বর মঙ্গলবার তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩০-৪০ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন- দা- চাপাতি- রাম দা- চাইনিজ কুড়াল- এসএস পাইপ- হকিস্টিক-লোহার রড- আগ্নেয়াস্ত্র- লাঠিসোঁটায় সজ্জিত হয়ে আরকে ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের অফিস কক্ষের একটি ডেস্কটপ- একটি লেপটপ- স্টিলের আলমারি- চেয়ার- টেবিল- দরজা- জানালা- স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাংচুর করে স্কুলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়। এসময় ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়া- তার ছেলে জাপান প্রবাসী রায়হান কবির ভুইয়া সুমন আহত হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। হমালার ঘটনায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভুইয়ার ভাগিনা আরিফ হোসেন বাদী হয়ে খাদুন গ্রামের মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলন-৩৯- মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে মোঃ আলমগীর প্রধান -৪৫- মাজুর হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম -২৮- নাঈমের ছেলে মাহিম -২৬- মোঃ সামির -২২- লিটনের ছেলে মোঃ হিমু মিয়া -২৬-আফতাব উদ্দিনের ছেলে আরিফ -২৭- সোহাগ- তানভীর হাসান মিলনের ভাগিনা মোঃ কাউছার -২৭- পিয়ার আলীর ছেলে রবিন(২৭- সোহেল মিয়ার ছেলে মোস্তাকিম -২৩- তাহের মোল্লার ছেলে মাসুদ মোল্লা -২৬- আবু প্রধানের ছেলে ইয়াছিন প্রধান -২৫- মৃত নজু মিয়ার ছেলে সাইফুদ্দিন -৪৫- আব্দুল হকের ছেলে হিমেলকে-২৫- নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪৫-১২-২০২৪।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।