মোঃআবু কাওছার মিঠু
নারায়নগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ এর দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গুল চত্ত্বর প্রদক্ষিণ করে স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান নিয়ে অনতিবিলম্বে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা । এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
অধ্যক্ষ আউয়াল মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী দুর্নীতিবাজ শিক্ষা ধ্বংসকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে এ বিক্ষোভ মিছিল সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলেন- এক দফা এক দাবি- অধ্যক্ষের পদত্যাগ- ছাত্র-ছাত্রী এক হও- অধ্যক্ষকে বিদায় দেও- স্বৈরাচার বিদায় দেও- কে দিবে শিক্ষা- যার নাই দীক্ষা- তুই একটা স্বৈরাচার- এই মুহূর্তে কলেজ ছাড়-
এসময় শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষক হয়ে তিনি শত শত শিক্ষার্থীর বুকে রক্ত ঝড়েছে এর প্রতিবাদ না করে রাজপথে মিছিল দিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে ছাত্রলীগকে উসকিয়ে দিয়েছেন। দুর্নীতি করে কামিয়েছি কোটির টাকা সম্পদ -করেছে শিক্ষা ব্যবস্থা নষ্ট ।
এখন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে সড়কে আমরা শুয়ে পড়ব- গাড়ি আমাদের বুকের ওপর দিয়ে যাবে।
এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।