মোঃআবু কাওছার মিঠু
(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কের (মানিকের সড়ক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।
তিনি জানান, ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণ খালি বাজার-ভোলাবো সড়কের (মানিকের সড়ক) এ অটোরিকশা চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান,
ধারনা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটো রিক্সা ছিনতাই করতে না পেরে চালককে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে ।
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানোর প্রস্তুতি চলছে।