দৈনিক আজকের বাংলা ডেস্ক,
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের বৈঠক চলছে। রোববার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
আজকের বৈঠকে মূল আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘিরে। বৈঠকের শুরুতেই কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, ইতোমধ্যে কমিশনের উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে অন্তত আটটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।
তিনি আরও বলেন, কোনও বিষয়ে দ্বিমত থাকলে তা জাতীয় সনদে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে। আগামীকাল বা পরশুর মধ্যে ‘উচ্চকক্ষ’ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এ সময় তিনি ইঙ্গিত দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারী সবাই একমত।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮