নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে অভিযান চালিয়ে ১টি অবৈধ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
গ্রেফতার তৃষা বড়ুয়া দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ৪নং ওয়ার্ডের সনজিদ বড়ুয়া প্রকাশ সোনাইয়্যার স্ত্রী ও উমখালী এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২৪ অক্টোবর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র ৪নং ওয়ার্ডের পুর্ব উমখালী বড়ুয়া পাড়ার রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তৃষা বড়ুয়া -৩২- কে আটক করে।
কক্সবাজারের রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী অস্ত্রসহ একনারী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টেরপেয়ে একজন পালিয়ে যায়।
আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলার উন্নয়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।