মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেস ক্লাব থেকে শীর্ষস্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন। চলমান কমিটির দায়িত্ব অবহেলা- সিনিয়র সাংবাদিকদের অবমূল্যায়ন এবং জুনিয়র সদস্যদের মাধ্যমে অপমান ও অপদস্থ করার অভিযোগে তারা এই পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও- গ্রুপে কুরুচিপূর্ণ আচরণ এবং দুই নেতার বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠে আসায় সাংবাদিকরা এই সিদ্ধান্তে উপনীত হন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক- সাবেক সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান- সাবেক সভাপতি ও মানবকণ্ঠের প্রতিনিধি সাখাওয়াত হোসেন জাহাঙ্গির- সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি ইকবাল হোসেন- নির্বাহী সদস্য মাসুদ রানা ও জাকির হোসেন সুমন। তারা প্রত্যেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখযোগ্যভাবে- সাংবাদিকতার যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে অনলাইন সাংবাদিক হিসেবে রামগঞ্জ প্রেস ক্লাবে সদস্যপদ অর্জন করেন। এই সদস্যদের ব্যবহার করে তথাকথিত নেতারা পেশাদার সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও হেনস্তা করছেন। পদত্যাগী সাংবাদিকদের সাথে কথা হলে তারা জানান- পেশীশক্তি নয়- পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দায়িত্ব পালন করব।