মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
ঐতিহাসিক বিরেন্দ্র খাল পরিস্কার করার পরে খালে যেন আর কেউ ময়লা না ফেলে সে জন্য রামগঞ্জ উপজেলার নবাগত সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ মামুন রামগঞ্জ- সোনাপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে পাঁচ শতাধিক ডাস্টবিন বিতরন করেন।
উল্লেখ্য যে- সাম্প্রতিক সময়ে রামগঞ্জ উপজেলাব্যপি বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়ে রামগঞ্জের সাড়ে ৪লাখ মানুষ।প্রচন্ড বৃষ্টিতে অধিকাংশ ইউনিয়নে দেখা দেয় জলাবদ্ধতা। স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার লক্ষে জেলা প্রশাসন- উপজেলা প্রশাসনসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খালের বাঁধ ও বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে দেয়।
রামগঞ্জ-মৌলভী বাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা রামগঞ্জ শহরবাসীকে অভিশাপ মুক্ত করতে রামগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারের উদ্যােগ গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার -সাবেক- মোছা. শারমিন ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশের সার্বিক তত্বাবধানে খাল পরিস্কার কার্যক্রমে নেমে পড়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরাসহ সমেষপুর ছাত্র ফোরাম ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর।
আজ বৃহস্পতিবার বিরেন্দ্র খালের পরিস্কারকৃত অংশের ব্যবসায়ীদের মাঝে রামগঞ্জ পৌরসভার অর্থায়নে বিতরণ করা হয় ডাস্টবিন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এডিসি -জেনারেল- জেপি দেওয়ান- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা ও মৌলভী বাজারের ব্যবসায়ী রাজন ও মাসুম বিল্লাহর কাছে ২০টি বড় আকৃতির ডাস্টবিন হস্তান্তর করেন।
এসময় প্রধান অতিথি জানান, পৌরসভার পক্ষ থেকে পুরো এলাকায় প্রায় ৪হাজার ছোট বড় ডাষ্টবিন বিতরণ করা হবে।