
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭৬তম আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে মঙ্গলবার -১০ডিসেম্বর- সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনায় অংশ গ্রহন করেন- রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল- ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ- মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক রাজু হোসেন- করপাড়া ইউনিয়নের মানবাধিকারের সভাপতি ছলিম উল্লাহ- মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক ও সাংবাদিক এমরান হোসেন সোহাগ- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফরহাদ হোসেন- লামচর ইউনিয়নের মানবাধিকার প্রতিনিধি ইউছুপ হোসেন প্রমুখ।