মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের বুজ্জুর খাল দখল করে প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার ও তার ভাই বিল্লাল হোসেন ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়- দক্ষিণ পাড়া গ্রামের মাঝখানে অবস্থিত খালটি দখল করে মাটি ভরাট করেছেন- সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান ও তার ভাই বিল্লাল হোসেন গ্রামবাসীর বাধা উপেক্ষা করে মাটি ভরাট করে খাল দখল করছে তিনি। এ খালের মধ্যে অবৈধভাবে বাড়ি ঘর ও দোকান পাট নির্মাণ করেন।
রবিবার সরেজমিনে জানা যায়- মোঃ জুয়েল- সাইফুল ইসলাম- মোঃ মুরাদ ও মনির সহ অনেকেই জানান- এই খাল দিয়ে আগে বর্ষা মৌসুমে ধান বহনকারী -ব্যাপারী নৌকা- চলাচল করত। সাবেক ইউপি মেম্বার শাহজাহান ও তার ভাই বিল্লাল হোসেন খালটি ভরাট করে পানি নিষ্কাশনসহ সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করেছেন এবং তিনি আরো বলেন- আমাকে সরানোর মতো কোন শক্তি নেই।
তারা আরো বলেন- খালের অংশটি ছাড়াও ব্যক্তি মালিকানা অনেকের সম্পত্তি ও সরকারি জায়গা দখল করে নিয়েছে মোঃ বিল্লাল হোসেন।
অভিযুক্ত মোঃ বিল্লাল হোসেন বলেন- এটা আমাদের পৈতৃক সম্পত্তি এখানে কোন খাল নেই,এখানে আমরা আমাদের জায়গায় বাড়ি ঘর দোকান পাট নির্মাণ করেছি।
সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা জহির উদ্দিন বলেন- শাহজাহান ও তার ভাই বিল্লাল হোসেন যে খালটিতে ঘর নির্মাণ করেছে এটি সরকারি খাল। সরকারি বিধি মোতাবেক খালে বন্দোবস্ত হয় না। তিনি কিভাবে বন্দোবস্ত নিয়েছেন উনি জানেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল জানান- সাবেক ইউপি মেম্বার মোঃ শাহজাহান ও তার ভাই বিল্লাল হোসেন ১৩ বছর আগে সরকারি খাল দখল করে বাড়ি ও দোকান করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলেমান জানান- দক্ষিণ ভাটরা গ্রামের বুজ্জু খাল ভরাট করে বাড়ি করার অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।