
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা ৩১৫ বি ৩ এর উদ্যোগে রামগঞ্জে ৫ শতাধীক পরিবারের মাঝে চাল- ডাল- তেল- নুনসহ নিত্যপন্যের প্যাকেট উপহার প্রদান করা হয়।
আজ শনিবার সকাল ১১টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পূর্ব নির্ধারিত তালিকাভুক্ত ২৭০ পরিবার- জামতলি ও মাঝিরগাঁও গ্রামে ২৩০ পরিবারের মাঝে ত্রানের উপহার বিতরণ করা হয়।
এর পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন, জেলা গভর্নর সাব্বীর মোঃ সায়েম- প্রাক্তন জেলা গভর্নর ড. সিরাজুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর মোঃ শামসুল আলম খোকন, কেবিনেট সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, কেবিনেট ট্রেজারার শহীদুল ইসলাম ও প্রাক্তন কেবিনেট সেক্রেটারি আবদুল্লাহ খালেদ, জিয়া রেমিটেন্স ফোরামের সভাপতি আফজাল শেখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।