মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
নিজের কাজ সুন্দরভাবে সততার সহিত শেষ করার নামই দেশ প্রেম। আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি, সবাই যদি পালন করে- তাহলে দেশকে সর্বাঙ্গীণ সুন্দর করবে।
একজন মনিষীর উদ্ধৃতি দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার আজ বুধবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম- সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ- রামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন- রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার- উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপি নেতা আবদুর রহিম- উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রামগঞ্জ উপজেলার কয়েকজন অভিভাবক।