
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড রতনপুর গ্রামের মাষ্টারপাড়ায় প্রবাসী দুলাল মিয়ার বসতঘরে এক দুর্ধর্ষ চুরি হয়েছে।
শুক্রবার -১৪ মার্চ- রাত আনুমানিক ২টার দিকে দুলাল মিয়ার স্টিলের আলমারি ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ, ১০ হাজার নগদ টাকা এবং ২টি বিদেশি কম্বল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রবাসী দুলাল মিয়া জানান, বৃহস্পতিবার -১৩ মার্চ- রাত ১১টার দিকে তিনি ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে দরজা খোলার শব্দ শুনে তার ঘুম ভাঙে। উঠে দেখেন, সামনের দরজা খোলা এবং আলমারির তালা ভেঙে চোরেরা স্বর্ণ, নগদ টাকা ও কম্বল নিয়ে পালিয়েছে।
দুলাল মিয়ার ছেলে রাকিব হাসান বলেন, “আমার বাবার নির্মাণাধীন নতুন ভবনের কাজ দেখতে রাত ১০টার দিকে তিনি দরজা খোলা রেখেই বের হন। ধারণা করা হচ্ছে, সেই সুযোগেই চোরেরা ঘরে ঢুকে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়, যাতে সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে।
ভুক্তভোগী দুলাল মিয়া এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ আবুল বাশার জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি একই বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেছিল এবং তখন বাড়িতে কেউ ছিল না।