
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার গণমাধ্যমের উজ্জ্বল নক্ষত্র, সংবাদ পত্র জগতের কিংবদন্তি রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা অভিজ্ঞ সাংবাদিক মাহমুদ ফারুক বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার রামগঞ্জ সংবাদ দাতা হিসেবে নিয়োগ পেয়েছেন। অভিজ্ঞ এই সাংবাদিক ইত্তেফাকে পর্দাপনের মাধ্যমে তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলেন ।
মাহমুদ ফারুক তার পেশাগত জীবনে সপ্তাহিক রামগঞ্জ বার্তা, সচিত্র নোয়াখালী, নয়া দিগন্ত, দেশ রূপান্তর, আজকের পত্রিকা, The New Age, এবং এশিয়ান টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তার সম্পাদনায় প্রকাশিত বিশেষ সাময়িকী “সূচনা” পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মাসুদ রানা মনি মাহমুদ ফারুকের নিয়োগ প্রসঙ্গে বলেন, “মাহমুদ ফারুকের অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ড এই অঞ্চলের গণমাধ্যম অঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন করবে। এতদিনে ইত্তেফাক পত্রিকা রামগঞ্জে তাদের সফল সংবাদদাতা বেছে নিতে সক্ষম হয়েছে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। তার জন্য রইল আন্তরিক শুভকামনা।”
সাংবাদিকতার পাশাপাশি মাহমুদ ফারুক একজন সমাজসেবী হিসেবেও পরিচিত। তার উদ্যোগে প্রতিষ্ঠিত রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব করোনাকাল থেকে শুরু করে বন্যা-পরবর্তী সময় পর্যন্ত ৭,০০০ ব্যাগ রক্ত সরবরাহ করে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার নেতৃত্বে বন্যার সময় বীরেন্দ্র খাল পরিষ্কার অভিযান সফলভাবে সম্পন্ন হয়, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এছাড়াও, মাহমুদ ফারুকের সম্পাদিত আমার লক্ষ্মীপুর.কম নামের জেলা ভিত্তিক নিউজ পোর্টালটি লক্ষ্মীপুর জেলার সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মাহমুদ ফারুক তার পেশাগত দক্ষতা, মানবিক কর্মকাণ্ড এবং সমাজের উন্নয়নে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আলো ছড়াচ্ছেন সর্বত্র।