মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনার পদ ত্যাগের খবর পৌছার সাথে সাথে সাধারণ জনগণ গ্রামে গ্রামে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ, ও বিজয় উল্লাস করতে দেখা গেছে। এ সময় তারা হই হই- রই রই খুনি হাসিনা গেল কই।
পলাইছে রে পলাইছে -খুনি হাসিনা পলাইছে- ছিঃছিঃ হাসিনা -লজ্জায় বাঁচিনা। ইত্যাদি স্লোগানে স্লোগানে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। আনোয়ার হোসেন শান্তি- মনির হোসেন জসি- জসীম উদ্দিন- জয়নাল আবেদীন মন্নান- নূরনবী বিদ্যুত- জাফর আহমেদ ভুঁইয়া- বিল্লাল হোসেন- শাহাদাত হোসেন সুজন -সহ অনেক মুরব্বিরা বলেন আজ মনে হচ্ছে বাংলাদেশে ঈদ হচ্ছে। মানুষের আনন্দ উপচে পড়ছে।সত্তরোর্ধ আবদুল হাই নামের এক মুরব্বি বলেন ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরও মানুষ এত খুশি হয় নাই। খুনি হাসিনার পতনের পরে মানুষ যত খুশি হয়েছে। মনে হচ্ছে দেশ আবার স্বাধীন হয়েছে।