
রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল ইসলাম ও এক কর্মী আতিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে রাবি শাখা ছাত্রদল।
রোববার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম ও কর্মী আতিককে গত ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮টার সময় গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না উল্লেখ করে অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে সংগঠনটি।