
রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেদ্র করে ‘ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস’ বিভাগের শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগে ভেটেরেনারি বিভাগের শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। শিক্ষার্থীরা এ সময় তিনটি দাবি তুলে ধরে এবং ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়।
সোমবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় গ্রন্থাগারের পিছনে তারা এ কর্মসূচির আয়োজন করেছে।
মানববন্ধনে ‘ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস’ বিভাগের শিক্ষার্থীরা জানায়, গতকাল (১১ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশবিশেষ হিসেবে ‘ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস’ বিভাগ বনাম ‘ইন্সটিটিউট অব বিজনেজ এডমিনিস্ট্রেশন’ বিভাগ খেলায় অংশ গ্রহণ করে। খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। এ সময় রেফারির সিদ্ধান্তকে উপেক্ষা করে আইবিএ অনুষদের শিক্ষার্থীরা বাকবিতন্ডায় জড়িয়ে পরে।
তারা আরও জানায়, আইবিএ-এর শিক্ষার্থীরা আমাদের প্রতি আক্রমণাত্মক আচরন করে এবং আমাদের বিভাগের শিক্ষক প্রফেসর মোইজুর রহমান তাদেরকে শান্ত হতে অনুরোধ করেন । কিন্তু তারা শান্ত না হয়ে আরও বেশি উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে এবং এক পর্যায়ে আইবিএ এর আবু সিনহা সৌমিক (২০১৬-১৭) স্যারের কলার চেপে ধরে কয়েক মিনিট যাবৎ টানাহেঁচড়া করে। এ সময় আমরা শিক্ষার্থীবৃন্দ স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাদের উপর হামলা চালায়। এই হামলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী টুটুলকে নির্মমভাবে মাটিতে ফেলে পেটাতে ও পদদলিত করতে থাকে। এছাড়াও মেয়েদেরকে তারা হামলা করতে গেলে কোনো রকম আমরা স্যারকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।
লিখিত বক্তব্যে ভেটেরেনারি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি দাবি উপস্থাপন করেন। দাবি তিনটি হচ্ছে, আবু সিনহা সৌমিকের ছাত্রত্ব বাতিল করতে হবে, দ্ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত অন্যান্য শিক্ষার্থীর বিরুদের কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং তৃতীয় দাবি আন্তঃবিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরীক্ষা বর্জন প্রসঙ্গে তারা বলেন, আমাদের শিক্ষক প্রফেসর মোইজুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা ‘ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ‘ বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আগামী এক সপ্তাহ ক্লাস ও সকল ধরনের পরীক্ষা বর্জন করলাম। আমরা আশাবাদী যে এই এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।