
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর রাকিব হোসেন উপজেলার একডালা ইউপির তেঘর গ্রামের মৃত মঞ্জুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক ব্যক্তির চার বছর বয়সী শিশু কন্যা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাড়ির পাশে একটি পুকুর পায়ে খেলাধুলা করছিল। এ সময় কিশোর রাকিব হোসেন ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় ওই শিশু কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাকিব সেখান থেকে পালিয়ে যায়।
ভূক্তভোগী শিশুর মা জানান, এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছি। সুষ্ট বিচারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই শিশুর মা বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।