ইবি প্রতিনিধি।।
ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘রাজাকার রাজাকার’ স্লোগানে বিস্ময় প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার -১৬ জুলাই- সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে তুমি কে। আমি কে। রাজাকার রাজাকার ও আমরা সবাই রাজাকার শ্লোগান দেওয়ায় বঙ্গবন্ধু পরিষদ- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিস্মিত ও স্তম্ভিত। দেশের উচ্চ শিক্ষাঙ্গনের অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধিতাকারী- বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব দাবি করে শ্লোগান দেওয়ায় আমরা ব্যথিত- ক্ষুব্ধ ও অসহনীয় মর্মবেদনা বোধ করছি।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে গতি-প্রকৃতি নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠার পর থেকেই শুধু জ্ঞানের সুদিপ্ত মশাল জ্বালানোর মাঝেই এই মহান বিদ্যাপীঠের কর্মযজ্ঞ সীমাবদ্ধ ছিল না- এর চেতনার ধারালো তরবারি চমকিত হয়েছে জাতীয় প্রয়োজনে। এরই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শিক্ষার্থী ও ২০ জন গুণী শিক্ষকের রক্তেস্নাত মাটিতে দাঁড়িয়ে তাঁদের হত্যাকারীদের প্রতিনিধিত্ব দাবি করা- যেকোন দেশপ্রেমিক মানুষের পক্ষে মেনে নেওয়া দূরুহ।
নেতৃবৃন্দ বলেন- আমরা আশাকরি আমাদের তরুন শিক্ষার্থীরা কোন কুচক্রী মহল দ্বারা প্রলুব্ধ না হয়ে লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আর জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।