মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর মোহনপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার -২১ সেপ্টেম্বর- সকালে উপজেলা হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারী কলেজের অধ্যাপক মাহাবুর রহমান- পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তরা বলেন- শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী- উপদেষ্টা অধ্যাপক জিএম আব্দুল আওয়াল- সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ- প্রভাষক মাওলানা আব্দুল জলিল- অধ্যক্ষ রেজাউল হক- অধ্যক্ষ শরিফুল ইসলাম- সুপার নুরুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।