রাজধানীর কদমতলীতে সাবেক আওয়ামীলীগ নেতা সহ ২ জনের নামে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে । মামলার নং ৩০। মামলার আসামীরা হলেন, জয়নাল আবেদীন (৪৫) ও তার বন্ধু, হারুন অর রশিদ (৪৮)। হারুন সাবেক শ্যামপুর ইউনিয়ন আঃ লীগের সহ সভাপতি ছিলেন।
গত ১৯ মার্চ রবিবার কদমতলী থানায় এ মামলা দায়ের করেন সাবিনা মুসতরি রুপা (৩৫)। মামলা এজাহারে বলা হয়েছে বাদী রুপার সাথে ২০১৬ সালে ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিকভাবে জয়নাল আবেদীনের (৪৫) সাথে বিবাহ হয়। বিবাহের পর হতে স্বামী জয়নালকে নিয়ে কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগে বসবাস করতেন রুপা।
বিবাহর কিছুদিন পরে জয়নাল কারণে অকারণে ঝগড়াঝাঁটি করত। এক পর্যায় রুপাকে শারীরিকভাবে নির্যাতন করত জয়নাল। গত ১৮ মার্চ রাত আনুমানিক ৮টায় মামলার আসামীরা রুপার বাসায় এসে ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। পরে তার ডাক চিৎকারে আশ পাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য বাদী সাবিনা মুসতরি রুপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। পরে পরিবারের সহযোগীতায় রুপা বাদী হয়ে ১৯ মার্চ কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলার ১১(গ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাব ইন্সপেক্টর আল আমিন জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত।