মোঃ আবু তৈয়ব
হাটহাজারী চট্টগ্রাম- প্রতিনিধি।।
১৭ই সেপ্টেম্বর -মঙ্গলবার- রাউজান উপজেলার জান আলী হাট স্কাই ওয়ার্ল্ড অডিটোরিয়ামে চট্টগ্রাম রাউজান উপজেলা হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শেহাবুদ্দীনের সভাপতিত্বে- মাওলানা শহীদুল্লাহ্ ও মাওলানা ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর- মাওলানা মীর ইদরীস- সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী- মুফতি মোহাম্মদ আলী কাসেমী- মাওলানা হাফেজ ফায়সাল- মাওলানা হাফেজ সায়েম উল্লাহ প্রমুখ।
উক্ত সম্মেলনে রাউজান মদিনাতুল উলুম আরবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে.এম. আলমগীর মাসউদকে সভাপতি- গচ্চি এমদাদুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা শফিউল আলমকে সাধারণ সম্পাদক- মাওলানা উসমান খলীলাবাদীকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা ইবরাহিম নূরকে প্রচার সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট রাউজান উপজেলা কমিটি গঠন করা হয়।।