
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি ।।
বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম জেলার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২০২২ হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানিক ভাবে এ ফলাফল প্রকাশ করেন। প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম ইতোপূর্বে উপজেলা পর্যায় ৯ বার শ্রেষ্ঠ উপজেলা প্রধান শিক্ষক এবং জেলা পর্যায় ২ বার শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।