মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে দেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিএনপি’র উদ্যোগে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচির ২য় দিনেও পৌর মার্কেটের সামনে সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার -১৫ আগষ্ট- বেলা ১১টা থেকে পৌর মার্কেটের সামনে শুরু হয় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।
এসময় বক্তারা বলেন- দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানাই।
তারা আরো বলেন- কেউ যেন কোথাও কারো কোনো বাড়ি ঘরে হামলা-ভাঙচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন- মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি ও মোঃ আলাউদ্দিন।
অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ পৌর মার্কেটের সামনে এসে জড়ো হয়।