মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মোংলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- আফিয়া শারমিন কে উপজেলা সিপিপির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার -২৩ সেপ্টেম্বর- বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা সিপিপির টিম লিডার আমিরুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নবাগত নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন- মিঠাখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মনির খান, সোনাইলতলা ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মাহবুব মোল্লা- চিলা ইউনিয়ন সিপিপি ১নং ইউনিটের টিম লিডার অঞ্জন বিশ্বাস- সুন্দরবন ইউনিয়ন ৪নং ইউনিটের ডিপুটি টিম লিডার মো. মারুফ বাবু- সোনাইলতলা ইউনিয়ন ৬নং ইউনিটের সিপিপির সদস্য সুদিপ মণ্ডল- চিলা ৮নং ইউনিটের সিপিপি সদস্য টুটুল হাওলাদার।
সভায় নবাগত ইউএনও আফিয়া শারমিন বিভিন্ন আলোচনান্তে সকলে মিলে দেশের উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য- গত মঙ্গলবার -৩ সেপ্টেম্বর- খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।