মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মোংলায় উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মো. তারিকুল ইসলাম এর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী।
রবিবার -২৯ সেপ্টেম্বর- দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বরের মুল ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র- ছাত্রী ও মোংলার সাধারণ জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন- মোংলা উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মো. তারিকুল ইসলাম একজন দক্ষ ও জনবান্ধন কর্মকর্তা। তিনি অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন- তিনি যে কয়দিন দায়িত্বে ছিলেন- আমাদেরকে কোনো দালালের খপ্পরে পড়তে হয়নি। তাই তার বদলীর আদেশ বাতিল করে পূনরায় মোংলায় এ্যাসিল্যান্ড পদে রাখা হোক।
তারা আরো বলেন- সেবাগ্রহীতাদের কাছে এসিল্যান্ড মো. তারিকুল ইসলাম একজন দায়িত্বশীল, নির্ভীক ও জনবান্ধব সেবামূলক অফিসার হিসেবে ব্যাপক পরিচিত। উৎকোচ বিহীন হয়রানীমুক্ত নাগরিক সেবার দ্বার উন্মুক্ত করে সেবা গ্রহীতাদের মাঝে তিনি যেমন সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন- তেমনি সরকারি স্বার্থ রক্ষায় রেখে চলেছেন আপোষহীন ভূমিকা- যা উক্ত দফতরের ইতিপূর্বের সেবার সকল রেকর্ড ভঙ্গ করেছে। তিনি সর্বদাই সত্য পক্ষে ছিলেন। জেলা প্রশাসকের কাছে দাবী তাকে যেন পূনরায় মোংলায় বহাল রাখা হয়।
উপজেলা সহকারী কমিশনার -ভূমি- একজন সরকারি পদস্থ লোক- তার বদলী হবে এটাই স্বাভাবিক। তবে তিনি মোংলা আসার পর থেকে ভূমি অফিসের চেহারা পাল্টে যায়। বিগতদিনে জমির নামজারি করতে যেখানে সাধারণ মানুষের গুনতে হতো ২০-২৫ হাজার টাকা, সেখানে শুধু সরকারি ফি দিয়ে মানুষ এই সুবিধা পেত। এ ছাড়া জমি সংক্রান্ত সকল সমস্যা দ্রুত ও সঠিক ভাবে সমাধান করতেন তিনি। আমাদের প্রচেষ্টা আরো কিছুদিন তার মাধ্যমে সাধারণ মানুষ এই সেবাটা পাক।
কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে মোংলা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সহকারী কমিশনার -ভূমি- মো. তারিকুল ইসলাম-এর বদলী আদেশ বাতিলের দাবীতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় ছাত্র সমাজের মেহেদী হাসান শুভ- খালিদ হাসান নোমান, শাহরিয়ার নিপুণ, খায়রুল ইসলাম শুভ, মিজানুর রহমান মুন্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।