স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন -২১- আব্দুল্লাহ আল বাকি -২০- ও শিপন নামের ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছেন খোকন নামের অপর একজন।
বুধবার -৮ জানুয়ারি- বিকেল ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম এবং সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি নিহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সিয়াম ও বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ইটভাটার নিকটবর্তী স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস -কক্সবাজার জ-০৪ ০০২১- এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সিয়াম। গুরুতর আহত অবস্থায় বাকিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তারও মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ -ওসি-বানি ইসরাইল জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে সন্ধা ৬ টার দিকে একই সড়কের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের অলিনগরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে উপজেলার চিতলা গ্রামের হাফিজ আলীর ছেলে শিপন নিহত হয়েছে- আহত হয়েছে খোকন নামের অপর একজন।
অপরদিকে গাংনী উপজেলা শহরের হাফেজিয়া মাদ্রাসার সামনে আরও একটি দুর্ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জন শিক্ষার্থীর মৃত্যু ও কয়েকজনের আহতদের ঘটনায় উদ্বিগ্ন উপজেলাবাসী। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ মহল।