মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভায় অবস্থিত মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা আয়োজন করা হয়।
সোমবার- ২৫ নভেম্বর- দুপুরে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের মিলনায়তনে অত্র হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ একরামুল হকের সঞ্চালনায় ও মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াত- গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন- মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা- সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাসেম- সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহআলম- সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের।
স্মরণসভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার- সিনিয়র সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার- সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান- সহকারী শিক্ষিকা নুসরাতুল হক- সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম আলামগীর- সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল করিম- সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম- সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব।
স্মরণসভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র মোঃ নাবিল ফরহান- পবিত্র গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী ছিমরীতা শীল- ত্রিপিটক পাঠ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী দীবা বড়ুয়া।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির ছাত্র মোঃ মেহরাজ উদ্দিন ও নবম শ্রেণির ছাত্রী তানজুন নাহার মাহি।