
মো সাগর ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
কেউ এসেছে জরাজীর্ণ কাপড় পরিধান করে,আবার কারো মাথার চুল এলেমেলো,কেউ আবার শীতের কাপুনিতে শীত নিবারনে চেষ্টা করছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষদের কে নিয়ে এক অনন্য দিন পার করেছেন তোররা ইসলামি আদর্শ পাঠাগারের একদল স্বেচ্ছাসেবী।
এসব মানসিক ভারসাম্যহীন মানুষদের নিয়ে তারা কেউ তাদের চুল কেটে দিচ্ছেন,হাত পায়ের নখ কেটে দিচ্ছেন,তাদের মধ্যে আবার কেউ শীতের মধ্যে গরম পানির ব্যবস্হা করে গোসল করিয়ে দিয়ে নতুন কাপড় পরিধান করে খাবার দিচ্ছেন।
এসব অসহায় ছিন্নমূল মানুষের জন্য এসব অসাধারণ কাজের দেখা মিলছে হরিপুরে।
আয়োজকরা জানান- আমরা প্রতিমাসে অন্তত একবার এসব মানুষদের নিয়ে এরকম আয়োজন করে থাকি।
স্বেচ্ছসেবী টগর জানান-আমি পড়াশোনার পাশাপাশি অসহায় মানুষদের জন্য মানবিক কাজ করতে পেরে নিজেকে খুব ভাল লাগছে।
মানবিক এসব কাজ দেখতে আসা হরিপুরের আসাদুল জানান- এখানে এসে মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য মানবিক কাজ করা দেখে ভাল লাগছে। তাদের এই ধরনের কাজ সকলের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত।
তোররা ইসলামি আদর্শ পাঠাগারের পরিচালক ও আয়োজক আতিউর রহমান আতিক জানান- আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের এসব অসহায় মানুষগুলো যেন সুন্দর ভাবে বাঁচতে পারে খেতে পারে নতুন কাপড় পরিধান করতে পারে তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আমরা প্রতিমাসে অন্তত একবার এই কাজটা করে থাকি।আমাদের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে সমাজের প্রত্যেকটি ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষ আমাদের এই মানবিক কাজের আওতায় নিয়ে আসার