কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় জমজম হাসপাতালটি অত্যন্ত সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ এই হাসপাতালটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে শনিবার হাসপাতালে মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডিরেক্টর জিএম রুকন উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সুধী সমাবেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম কবির বক্তব্যে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান। পাশাপাশি হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক চলমান নির্মাণ কাজ দ্রুততার সাথে এগিয়ে যাওয়ার এবং সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জমজম হাসপাতালের উদ্যোগে বিগত সাতাশ বছর ধরে সমাজের অসচ্ছল ও গরিবদের জন্য স্বাস্হ্যসেবা ও অন্যান্য জনহিতকর কাজ করে যাচ্ছে। করোনাকালে জমজম হাসপাতাল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, তা অক্ষুন্ন রাখতে সাধারণর জনগণের সেবায় এখনো সক্রিয় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম। সভাপতির বক্তব্য রাখেন, হাসপাতালের ডিরেরেক্টর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী ইজ্ঞিনিয়ার নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, হাসপাতালপর ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অর্থ পরিচালক এহসানুল আনোয়ার, ম্যানেজার রফিক সিদ্দিকী, হাসপাতালের প্রসূতি,গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন এবং সুপারিয়েনটেন্ট কনসালটেন্ট ডা:ফয়জুর রহমান, প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট ডা: নাসিমা আকতার, মেডিসিন ডায়াবেটিক ও হরমোন বিশেষজ্ঞ ডা:জাহিদুল ইসলাম খান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: হেনরিয়েটা গোমেজ, এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা: সাদ্দাম হোসেন স্মরণ, মেডিকেল অফিসার ডা: প্রবাল বড়ুয়া ও ডা: শিহাবুজ্জামান