
শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, মানবসম্পদ তৈরীতে শিক্ষকরা ভূমিকা রাখছেন। তাই শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রতিটি মানুষই ইউনিক। প্রতিটি মানুষের ইউনিক কারেক্টার আছে। সামাজিক পরিবর্তনে শিক্ষকদের চেইঞ্জ মেকার উল্লেখ করে তিনি বলেন, বাদশাহ আলমগীর থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোগান সকলেই শিক্ষকদের গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতে বিতর্কিত মানুষকে প্রবেশ করানো হয়েছে যাদের একমাত্র লক্ষ্য ছিল অবৈধ অর্থ উপার্জন। শুধু তাই নয় সে সময়ে শিক্ষকদের ক্রীতদাস বানানো হয়েছিল। ফ্যাসিবাদী আমলের নির্বাচনে শিক্ষকদের গোলামের মত ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে হলে সেই বৃত্তটাকে ভাঙতে হবে। সম্মিলিতভাবে দেশ পাল্টাতে হবে। স্কুলের ক্লাসরুমে একজন জমিদারের ছেলে এবং রিক্সা ড্রাইভারের ছেলে সমানভাবে বসবে। পিতার পেশা নিম্নমানের বলে সন্তানকে যেন মাথা নিচু না করতে হয়।
বিভাগীয় কমিশনার রোববার সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত রেলি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ হায়াতুল ইসলাম আকঞ্জী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সামিউল আহসান, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদুল হাসান, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামান চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম প্রমুখ।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ডক্টর দিলশাদ চৌধুরী ও সিলেট এমসি কলেজের অধ্যাপক শেখ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, শিক্ষকতা একটি অনন্য পেশা। শিক্ষকরা দক্ষ জনসম্পদ তৈরীতে কাজ করছেন। তিনি বলেন, শিক্ষা শুধু চাকরির জন্য নয়, মানুষের জীবন পরিবর্তনের জন্য। বর্তমান সময়ে টেকনোলজি বেইজড শিক্ষা অপরিহার্য। নতুন প্রজন্মকে প্রযুক্তির জ্ঞানের পাশাপাশি নৈতিকতার জ্ঞানে শিক্ষিত করতে হবে। তিনি বলেন, A Teacher Never Retired, Teacher Always Teacher. তিনি শিক্ষকদের জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠনের আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো শিক্ষকদের সহযোগিতায় আমরা সবসময় থাকবো। তিনি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

























