খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার -২২ আগস্ট- দুপুর আড়াইটার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ চৌধুরী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মাটিরাঙ্গা থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়- ২০২২ সালের ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের বসত বাড়িতে হামলা- ভাংচুর ও লুটতরাজ চালায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ির ছাগলনাইয়া পাড়াস্থ বসত বাড়িতে বিএনপি নেতা বদিউল আলমসহ তার বয়োবৃদ্ধ মা- স্ত্রী- সন্তানদের উপর নৃশংসভাবে হামলা করে আহত করে। এ সময় হামলাকারীরা ল্যাপটপ- কয়েকটি এন্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান মালামাল ও নগদ ২,০৭,০০০- দুই লক্ষ সাত হাজার টাকা- লুট করে নিয়ে যায়। ওই নৃশংস হামলার দুই বৎসরের বেশি সময় পর গতকাল ২২ আগস্ট- ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন ভিকটিম বিএনপি নেতা বদিউল আলম মজুমদার। মামলার ধারা নং : ১৪৩-১৪৭-১৪৮-৪৪৭- ৪৪৮- ৩২০-৩০৭-৩৮০-৩৮৫-৪২৭-৫০৬-১০৯-১১৪- পেনাল কোড।
জানা যায়- বিএনপি নেতা বদিউল আলম মজুমদারের মামলা দায়েরের পরই মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলমকে মাটিরাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দল ও প্রেসক্লাবের ক্ষমতা দেখিয়ে মাটিরাঙ্গা বাজার লেক দখল করে বহুতল বসত বাড়ি নির্মাণ- চৌধুরী পাড়াস্থ কবি নজরুল ক্লাবের জায়গা দখল- সাংবাদিক না হয়েও এক যুগ ধরে প্রেসক্লাবের সভাপতির পদ দখল করে রাখা- শ্রমিক নির্যাতন- শিক্ষকসহ সাধারণ মানুষের সাথে অসদাচরণ- হুমকি ধমকি দিয়ে বিভিন্নজনের অর্থ আত্মসাৎসহ গ্যাং পালনের অভিযোগ রয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান- গ্রেফতারকৃত এম এম জাহাঙ্গীর আলমকে গতকাল সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হয়েছে।