
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে মহিষ চুরির অভিযোগে দায়ের করা একটি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দিকী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, মহেশখালির এক ব্যক্তি নিজের মহিষ চুরির অভিযোগে সম্প্রতি থানায় মামলা করেন। মামলাটির অভিযোগপত্রে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন চেয়ারম্যান নবী চৌধুরী।
দীর্ঘ শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।