পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোনার দুর্গাপুরে মধুয়াকোণা এ ইউ আলিম মাদ্রাসার অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার দুপুরে চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোণা এলাকার মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য- আঃ রউফ- সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম- শিক্ষার্থীর অভিভাবক দিলোয়ার হোসেন- ভুক্তভোগী মাহাবুব- এলাকাবাসীর পক্ষে হাসিম উদ্দিন -নিজাম উদ্দিন- ছাত্তার মড়ল-আজিমউদ্দিন- সাইদ হোসেন- আবুল কালাম- সাবেক শিক্ষার্থী জুয়েল রানা- শিক্ষার্থী শারমীন আক্তার নাজমীন প্রমুখ।
বক্তারা বলেন- ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর আগ মুহুর্তে ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক আলম সরকার মোটা অংকের অর্থের বিনিময়ে ৬ জনকে অবৈধ নিয়োগ প্রদান করেন। সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের মাধ্যমে তার নিকটতম লোকদেরকে নিয়োগ দিয়েছেন। আমরা এই নিয়োগ মানি না, অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করতে হবে। এ অবৈধ নিয়োগে আরো যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।