
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার।।
যশোরের মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাংগা ইউনিয়নের কোনাখোলা বাজারে দীর্ঘদিন যাবত স্থাপনরত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে পরিচালনা করেছেন মনিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।
উদ্ধারকাজে স্থানীয়রাসহ পিডিবি- ফায়ার সার্ভিস- মণিরামপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।
উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নিয়াজ মাখদুম জানান- মণিরামপুর উপজেলাধীন ২৩২নং কোনাকোলা মৌজার ০১নং খতিয়ানের ২৫৩নং দাগে কাঁচা রাস্তা শ্রেণীর প্রায় ০২শতাংশ জমি দীর্ঘদিনের অবৈধ দখল করে দোকান থেকে আজ ০৯- ১২- ২০২৪ তারিখ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়েছে। এবং এ সমস্থ অবৈদ জায়গা স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।