
মোঃ ওমর ফারুক, ভোলা।
ভোলা – লাহারহাট নৌ-রুটে চলাচল করা কৃষ্ণচূড়া নামক ফেরি থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. আমিরুল ইসলামের মরদেহ ৩২ ঘন্টা পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ৩২ ঘন্টা পর শনিবার বিকালে ভোলা ফেরি ঘাটের ৩’শ গজ পূর্ব উত্তরে নদীর কিনারে তার মৃত লাশ ভেসে উঠে। পরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
নিখোঁজ আমিরুল ইসলাম কৃষ্ণচূড়া ফেরির লস্কর, তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে কৃষ্ণচূড়া ফেরিতে যানবাহন লোড করে লাহার হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ফেরির গা ঘেষে পানিতে একটি মরা ইলিশ মাছ ভেসে যেতে দেখে লস্কর আমিরুল ওই ইলিশ মাছটি এক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিছলে নদীর মধ্যে পড়ে যায় এবং মহুর্তের মধ্যেই সে ফেরির নীচে তলিয়ে যায়।
ডুবুরীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ অব্যাহত রাখলেও তাকে পওয়া যায়নি। অবশেষে শনিবার বিকালে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।