মো: সোহেল
ভোলা প্রতিনিধি।।
ভোলা জেলার পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার “ক্যাম্প প্রশিক্ষণ” অনুষ্ঠিত রোজ সোমবার -৩০ সেপ্টেম্বর ২০২৪- বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৪ খ্রিঃ উপলক্ষ্যে কনস্টেবল হতে নায়েক- এটিএসআই- নায়েক হতে এএসআই-সশস্ত্র- এবং এটিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়। পুলিশ সুপার মহোদয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদেরকে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল হালিম- অতিরিক্ত পুলিশ সুপার- সদর সার্কেল- বরগুনা- জনাব মোঃ আফজাল হোসেন- সহকারী পুলিশ সুপার -প্রশাসন- আরআরএফ- বরিশাল- জনাব মোঃ হারুন-অর রশিদ গাজী- সশস্ত্র পুলিশ পরিদর্শক -ভারপ্রাপ্ত আরআই- ভোলা। এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ও পত্রিকা সাংবাদিক নেতৃবৃন্দ।