মো: সোহেল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলায় ডিবি পুলিশের অভিযানেঃ-৫০-পঞ্চাশ-পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আটক।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়- অফিসার ইনচার্জ- জেলা গোয়েন্দা শাখা- ভোলার তত্ত্বাবধানে- ভোলা সদর মডেল থানাধীন শিবপুর ইউপি রতনপুর ৭নং ওয়ার্ডস্থ, ইসলামী ব্যাংকের সামনে রাস্তার উপর থেকে ৫০-পঞ্চাশ- পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ০৩-০১-২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা -ডিবি- ভোলা এসআই -নিঃ-মোঃ আসাদুজ্জামান খান সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন শিবপুর ইউপি রতনপুর ৭নং ওয়ার্ডস্থ- ইসলামী ব্যাংকের সামনে রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আসামী ১। অছিউদ্দিন – সেন্টু-৩৭- পিতা-মৃত হানিফ- মাতা-ছালেহা- সাং-রতনপুর ৭নং ওয়ার্ড- শিবপুর ইউপি- এবং ২। মোঃ নাঈম -২৪- পিতা-আব্দুস সত্তার- মাতা-শাহনাজ বেগম- সাং-শিবপুর ৪নং ওয়ার্ড- ইউপি শিবপুর- উভয় থানা ও জেলা-ভোলাদ্বয়ের নিকট হইতে ৫০-পঞ্চাশ- পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।