স্টাফ রিপোর্টার
ভোলা।।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ৭ নাম্বার ওয়ার্ডে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মহসিন নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে বাড়ির পাশে থাকা মুরগির খামার দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে. মো. মহসিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছে পুলিশ
বৃহস্পতিবার (৪ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
মহসিন সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাবিল মিয়ার ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি কৃষাণ অটো ফ্লাওয়ার নামে একটি মসল্লা কারখানার মালিক ছিলেন।
পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয,মহসিন বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে বাড়ির পাশে থাকা মুরগির খামার দেখতে গিয়ে অসাবধানতাবশত খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।