
মোঃ ওমর ফারুক, ভোলা।
ভোলার লালমোহনে ১৬ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড় থেকে এসব জাল জব্দ করা হয়। কোস্টগগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম এ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।