
মোঃ ওমর ফারুক, ভোলা।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছালেমের ছেলে মাদরাসা ছাত্র কামালকে অপহরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তার মা রহিমা বেগম। একই এলাকার হুমায়নের বিরুদ্ধে শুক্রবার বিকালে এ সংবাদ সম্মেলন করে তিনি। তিনি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, আমার ছেলে কামাল কোরআনে হাফেজ ও বরিশাল একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত কয়েকদিন আগে বরিশাল থেকে বাড়িতে বেড়াতে আসেন। তখন স্থানীয় চাঁদাবাজ হুমায়ুন আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। পরে হত্যার হুমকি দেয় আমার ছেলেকে। হুমায়ুনের মেয়ের সাথে আমার ছেলের প্রেমের সম্পর্কের অভিযোগ এনে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তিনি। পরে বৃহস্পতিবার সকালে আমাদের বাড়ির দরজা থেকে আমার ছেলেকে তুলে নেয় হুমায়ুনসহ আরো কয়েকজন সন্ত্রাসীরা। তার পর থেকেই আমার ছেলে কামালকে কোথায়ও খুঁজে পাচ্ছি না। বর্তমানে মুক্তিপণ দাবি করছে হুমায়ুনসহ তার সন্ত্রাসী বাহিনী। হুমায়নসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিচার দাবি করেন কামালের মা।
এদিকে কামাল সহ তার পরিবারের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন হুমায়ুন। গতকাল বৃহস্পতিবার সকালে থেকে হুমায়ুনের মেয়ে নাবিলা আক্তার সৌরবি অপহরণ হয়েছে বলে তিনি বোরহানউদ্দিন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপরদিকে নিখোঁজ কামালের বাবা বলেন, হুমায়ুন আমার ছেলেকে অপহরণ করেছে। তার পরাধ ঢাকতে উল্টো আমাদের বিরুদ্ধে তার মেয়ে অপহরণ হয়েছে এমন অভিযোগ তুলে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন হুমায়ুন। আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই আমাদের বাড়িতে এসে বিভিন্ন হুমকি ও আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করাসহ ২ লক্ষটাকা চাঁদা দাবি করেন চাঁদাবাজ হুমায়ুন। হুমায়ুন এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত হুমায়ুন জানান, তাঁরা আমার মেয়েকে অপহরণ করেছে। আমি বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেছি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।