
মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র- ১০ রাউন্ড তাজা গুলি- বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র- একশো ৬৬ বোতল ফেনসিডিল- একশো ২০ পিচ ইয়াবা ট্যাবলেট- দেড় কেজি গাঁজা এবং নগদ ৪ লক্ষ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার -১৯ জানুয়ারি- ভোরে সদর উপজেলার মুন্সিরচর- গুইংগারহাট- উকিলপাড়া- মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন-মো. রাসেল -৪৪- পাভেল বিশ্বাস -৪৮- গৌতম বনিক -৪৫- মো.লিটন -৫২- মো. মাহাবুব -৩০- এবং পারুল বেগম -৪০-। তারা সকলে সদর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ- কোস্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয়।