মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি- রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি- রামগঞ্জ ক্লাবের সফল উদোক্তা আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি- ইংরেজি দৈনিক নিউ এইজ এর জেলা প্রতিনিধি স্বনামধন্য সাংবাদিক- বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ ফারুক।
আজ ২৪ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বৃহত্তর নোয়াখালীতে বন্যার কারণ- পুনর্বাসন ও স্থায়ী সমাধান শীর্ষক বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রামগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারে বিশেষ অবদান রাখা সাংবাদিক মাহমুদ ফারুককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য গত ১৮ আগষ্ট সাংবাদিক মাহমুদ ফারুকের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী সংগঠন গত ৪০ বছরের পরিত্যক্ত বিরেন্দ্র খালটি দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় মরা খালে প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়। তারই স্বীকৃতি স্বরূপ সাংবাদিক মাহমুদ ফারুককে সম্মাননা স্বারক প্রদান করা হয়।