জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
ভারতীয় আগ্রাসনের অংশ হিসেবে গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় সৃষ্ট বন্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে -পবিপ্রবি- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার -২২ আগস্ট- রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা প্রাঙ্গনে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন হল থেকে শতাধিক শিক্ষার্থীদের সমাগম ঘটে। বিক্ষোভ মিছিলটি মুক্ত বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলার পাদদেশে এসে শেষ হয়। পেতে চাইলে মুক্তি- ছাড়ো ভারত ভক্তি;বন্যায় আহাজারি- কোথায় গেল সম্প্রীতি- দিল্লী না ঢাকা- ঢাকা-ঢাকা- ভারতীয় আগ্রাসন- ভেঙে দাও গুড়িয়ে দাও এমন অনেক স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- ভারতের সাথে বাংলাদেশের পানির ন্যায্য হিসাব নেওয়ার সময় এসে গেছে। এখন আর তাই তাবেদারি নয় চাই ন্যায্য দাবি। তাঁরা যদি তাদের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক- আগ্রাসনের চরিত্র পরিবর্তন না করে তবে তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ভয়াবহ পরিণতি হবে।