
মোঃ ফারুক মিয়া- সিলেট।।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
১৩৫ রানের টার্গেটে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয় নি দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায়। বাংলাদেশের অধিনায়ক জ্যোতি ব্যাটিংয়ে দলকে আশার আলো দেখাতে পারেন নি। দলীয় ১৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। স্কোরে আরও ২ রান যোগ করতে আরেকটি উইকেট হারায় দলীয় ১৯ রানে সোবহানা, দিলারা, জ্যোতি সাজঘরে ফিরলে অনেকটাই ম্যাচ থেকে ছিঁটকে যায় বাংলাদেশ দল। ২২ রানে চর্তুর্থ উইকেটের পতন হয় সাজঘরে ফেরেন তাজ নেহার । পঞ্চম উইকেটের পতন হয় দলীয় ৭০ রানে এবং ষষ্ঠ উইকেটের পতন ঘটে ৮০ রানে। ৮৩ রানে সপ্তম সপ্তম উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ নারী দল। ৮৭ রানে অষ্টম উইকেট হারায়। ২১ বলে ২৬ রান করেন শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার করেন ২১ বলে ২০ রান। সব কয়টি উইকেট হারিয়ে ১৭.১ ওভারে অলআউট হয় ৮৭ রান করে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। অ্যামির ২৩ রান, ওরলার ৩২ রান, ও লাউরার ৩৫ রানে বাংলাদেশকে লড়াকু একটি টার্গেট দেয় আয়ারল্যান্ড। টানা দ্বিতীয় জয়ে আয়ারল্যান্ড সিরিজ জয় লাভ করে। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাত ছাড়া হয়। তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪৭ রানে পরাজিত হয় বাংলাদেশ নারী দল।