মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালুর পর ব্যাংকের সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন- আইনশৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ।
শনিবার -১০ আগস্ট- দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন- এটি খুব কঠিন সময়।
ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি দেয়া হয়েছে। আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়- ব্যাংকগুলো চালু করাসহ আরও যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি ঠিক করার। চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে- মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা সেসব ঠিক করার চেষ্টা করব।
তিনি আরও বলেন- ব্যাংকের সংস্কার করা হবে- তবে আগে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালু হোক। এর আগে আমাদের অর্থনীতিতে কিছু ভুল নীতি ছিল- মানুষ উন্নয়নের সুফল পাননি। এখন আমরা সার্বিক বিষয়গুলো দেখবো।
এর আগে গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়- বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এরমধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ড. সালেহ উদ্দিন আহমেদকে।