Dhaka , Tuesday, 8 October 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ -জানজটে নাকাল চালক ও যাত্রি।। পাবনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ একজনকে ছুরিকাঘাত আহত ১২।। পাবনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ।। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল।। দেবহাটা উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশ।। পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে লতায় বিএনপির মতবিনিময়।। শারদীয়া দুর্গা পূজার ষষ্ঠী পূজার দিন উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।। দুর্গাপুর থানার নতুন ওসি দূরুল হুদা।। নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে- মাহবুবের রহমান শামীম।। ঠাকুরগাঁও হরিপুরে মোটরসাইকেলের সংঘর্ষে শিশু নিহত এবং দুই জন আহত।। ঠাকুরগাঁওয়ে বদলি হওয়ার পরেও ছাড়ছেন না কোয়ার্টার দিচ্ছেন না ভাড়া ও বিদ্যুৎ বিল।। সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ এম. এ মান্নান সিলেট ওসমানী হাসপাতালে।। ঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সড়ক অবরোধ নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বাড়িতে ভাইয়ের হামলা।।  বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সেবক।। উখিতে ঝুলন্ত অবস্থায় দু’এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৬৭ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা।। মা ইলিশ রক্ষায় পিরোজপুর সদর টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে অর্থ বিতরণ ভোলা জেলা প্রশাসন।। আমতলীর ব্রীজ ভেঙ্গে মর্মান্তিক নিহত হওয়া সেই ব্রীজের পাশেই নির্মিত হচ্ছে কাঠেরপুল।। রূপগঞ্জে হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ।। শহীদ আব্রার ফাহাদ স্মরণে চিলমারী ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত।। পিরোজপুর অপহরণ মামলার আসামি গ্রেফতার।। লক্ষ্মীপুরে বন্যায় সর্বশান্ত হয়েছে ৩ লাখ কৃষক।। মোংলায় সহযোগী জেলে উদ্ধারে কুমিরের সঙ্গে লড়াই।। মধুপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন।। পাবনার যুবক ঢাকায় ছিনতাইকারীর হাতে খুন।। পর্যটকবাহী বোটে বিদেশি মদ বিয়ার বিক্রেতা সীমান্তের পেশাদার মাদক কারবারি শাহজাহন গ্রেফতার।। লালপুরের চংধুপইল শোভ ঠাকুরপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি।। রামুর জোয়ারিয়ানালা হতে চোরাই গাছসহ গাড়ি জব্দ- আটক ২ 

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:39 pm, Wednesday, 18 September 2024
  • 24 বার পড়া হয়েছে

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
   
   
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা বুধবার অনুষ্ঠিত  হয়েছে। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বোয়ালী প্রতিবছর শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা পালন করে আসছে। 
প্রতিবছর ভাদ্র পূর্ণিমায় তিথি অনুযায়ী -মঙ্গলবার  ঘ ৯।৩৪।২৭ পর্যন্ত পরে পূর্নিমা বুধবার ঘ ৯।১৭।৪ পর্যন্ত পরে প্রতিপদ- রাধামাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। 
নিখিলেশ মজুমদার জানান- বোয়ালীর  রথযাত্রা শতাধিক বছরের  অধিক সময় ধরে  উৎযাপন করা হচ্ছে।রথের প্রতিষ্ঠাতা 
স্বর্গীয় কামিনি মোহন নন্দীর  পছন্দের মানুষ স্বর্গীয় মুরারী মোহন মজুমদার কে দালিলিকভাবে সেবায়েত নিয়োজিত করে যান। সেই  ধারাবাহিকতার স্বর্গীয় মুরারী মোহন মজুমদারের জৈষ্ঠ পুত্র অমরেশ মজুমদারের সার্বিক তত্বাবধানে ও মনতোষ মজুমদারের পরিচালনায় রথযাত্রা পালন করা হচ্ছে।  
রথযাত্রার পুরোহিত পন্ডিত দীনেশ চক্রবর্তী জানান- মঙ্গলবার রাত্রি থেকে  দেবতা রাধা মাধবের অধিবাস ও মঙ্গল ঘটের মাধ্যমে সুচনা হয় রথযাত্রার। বুধবার রথের দিন রাধা মাধবের নীজ বাড়ীতে -স্বর্গীয় কামিনী মোহন নন্দীর বাড়ীতে- ধর্মীয় নিয়ম করে পূজা শেষে-রাধা মাধবের মুর্তি গুলি রথের ভিতরে বসানো হয়। ঢাকের শব্দে এবং মহিলাদের শাঁখ বাজানো উলুধ্বনি শব্দে পরিবেশ উৎসবমূখর হয়ে উঠে। রাধামাধব ও কানাই-বলাইয়ের মুর্তিগুলি রথের ভিতরে স্হাপন করার পর রাধা মাধবের শ্বশুরবাডীর উদ্দেশ্যে রথ টান শুরু করা হয়। রথ টান শেষের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটে। শ্বশুর বাড়ী যাওয়াটাকে বলে সোজা রথ দশ দিন পর রাধামাধব নীজ বাড়িতে আসবে সেটাই উল্টো রথযাএা। 
বোয়ালী-গোলয়া-রঘুনাথপুর-পিঁপড়াসিট- শ্রীপুর- ঢোলসমুদ্র-হবুয়ারচালা- কাকচালা-গোসাইবাড়ি-বান্দাবাড়ি-কাপাসিয়া চালা-সিকদার চালা-নলূয়া-বেড়াচালা-সোনাতলা-চা বাগান-গাছবাড়ী-পাবুরিয়া চালা-কুন্দাঘাটা- মদনখালী- গাবচালা- নন্দীচালা-বাথানিয়া চালা-নয়াপাড়া-ঝিংগাহাটি-কড়ইতলী-কাঁচিঘাটা-বড়ইবাড়ী- তালতলী- বাঁশতলী-ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকার  মানুষ রথ যাএায় আসেন। 
প্রতি বছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালী  শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা উদযাপন হয়ে আসছে।  রথযাত্রা উপলক্ষে মেলা বসে। বাঙালির চিরচেনা  মুখরোচক  খাবার ও বাহারি পণ্য নিয়ে রথযাত্রায় দোকানীরা  হাজির হন।  জিলাপি- সন্দেশ  মুরালি-  চিড়ার মোয়া- খাজা- নিমকি- মিষ্টি- ইত্যাদি পাওয়া যায়।  এছাড়াও মাটির তৈরী বিভিন্ন জিনিস পএ, মনোহরী দোকান- খেলনার দোকানসহ বিভিন্ন বসে। 
 দূর দুরান্ত থেকে বিভিন্ন বয়সের লোকজনের উপস্থিতে মূখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন ।মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা – ধর্মীয় বই- বিভিন্ন রকম খাবার ও নিত্যপণ্য সামগ্রী ।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন- রথের রশি টানাকে পুণ্যের কাজ মনে করেন। রথ থেকে আশে পাশের  দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুড়ে দেয়া হয় কলা- বাতাসা- খই। রথ থেকে ছুড়ে দেয়া  এ সব প্রসাদ ভক্তরা তাদের মনের বাসনা পূরনের জন্য খেয়ে থাকেন বলে জানা যায় । 
বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা উপলক্ষে এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির এক মিলন বন্ধনে পরিনত হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক নান্দাইল চৌরাস্তায় মরণফাঁদ -জানজটে নাকাল চালক ও যাত্রি।।

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

আপডেট সময় : 12:39:39 pm, Wednesday, 18 September 2024
উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
   
   
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা বুধবার অনুষ্ঠিত  হয়েছে। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বোয়ালী প্রতিবছর শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা পালন করে আসছে। 
প্রতিবছর ভাদ্র পূর্ণিমায় তিথি অনুযায়ী -মঙ্গলবার  ঘ ৯।৩৪।২৭ পর্যন্ত পরে পূর্নিমা বুধবার ঘ ৯।১৭।৪ পর্যন্ত পরে প্রতিপদ- রাধামাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। 
নিখিলেশ মজুমদার জানান- বোয়ালীর  রথযাত্রা শতাধিক বছরের  অধিক সময় ধরে  উৎযাপন করা হচ্ছে।রথের প্রতিষ্ঠাতা 
স্বর্গীয় কামিনি মোহন নন্দীর  পছন্দের মানুষ স্বর্গীয় মুরারী মোহন মজুমদার কে দালিলিকভাবে সেবায়েত নিয়োজিত করে যান। সেই  ধারাবাহিকতার স্বর্গীয় মুরারী মোহন মজুমদারের জৈষ্ঠ পুত্র অমরেশ মজুমদারের সার্বিক তত্বাবধানে ও মনতোষ মজুমদারের পরিচালনায় রথযাত্রা পালন করা হচ্ছে।  
রথযাত্রার পুরোহিত পন্ডিত দীনেশ চক্রবর্তী জানান- মঙ্গলবার রাত্রি থেকে  দেবতা রাধা মাধবের অধিবাস ও মঙ্গল ঘটের মাধ্যমে সুচনা হয় রথযাত্রার। বুধবার রথের দিন রাধা মাধবের নীজ বাড়ীতে -স্বর্গীয় কামিনী মোহন নন্দীর বাড়ীতে- ধর্মীয় নিয়ম করে পূজা শেষে-রাধা মাধবের মুর্তি গুলি রথের ভিতরে বসানো হয়। ঢাকের শব্দে এবং মহিলাদের শাঁখ বাজানো উলুধ্বনি শব্দে পরিবেশ উৎসবমূখর হয়ে উঠে। রাধামাধব ও কানাই-বলাইয়ের মুর্তিগুলি রথের ভিতরে স্হাপন করার পর রাধা মাধবের শ্বশুরবাডীর উদ্দেশ্যে রথ টান শুরু করা হয়। রথ টান শেষের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটে। শ্বশুর বাড়ী যাওয়াটাকে বলে সোজা রথ দশ দিন পর রাধামাধব নীজ বাড়িতে আসবে সেটাই উল্টো রথযাএা। 
বোয়ালী-গোলয়া-রঘুনাথপুর-পিঁপড়াসিট- শ্রীপুর- ঢোলসমুদ্র-হবুয়ারচালা- কাকচালা-গোসাইবাড়ি-বান্দাবাড়ি-কাপাসিয়া চালা-সিকদার চালা-নলূয়া-বেড়াচালা-সোনাতলা-চা বাগান-গাছবাড়ী-পাবুরিয়া চালা-কুন্দাঘাটা- মদনখালী- গাবচালা- নন্দীচালা-বাথানিয়া চালা-নয়াপাড়া-ঝিংগাহাটি-কড়ইতলী-কাঁচিঘাটা-বড়ইবাড়ী- তালতলী- বাঁশতলী-ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকার  মানুষ রথ যাএায় আসেন। 
প্রতি বছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালী  শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা উদযাপন হয়ে আসছে।  রথযাত্রা উপলক্ষে মেলা বসে। বাঙালির চিরচেনা  মুখরোচক  খাবার ও বাহারি পণ্য নিয়ে রথযাত্রায় দোকানীরা  হাজির হন।  জিলাপি- সন্দেশ  মুরালি-  চিড়ার মোয়া- খাজা- নিমকি- মিষ্টি- ইত্যাদি পাওয়া যায়।  এছাড়াও মাটির তৈরী বিভিন্ন জিনিস পএ, মনোহরী দোকান- খেলনার দোকানসহ বিভিন্ন বসে। 
 দূর দুরান্ত থেকে বিভিন্ন বয়সের লোকজনের উপস্থিতে মূখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন ।মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা – ধর্মীয় বই- বিভিন্ন রকম খাবার ও নিত্যপণ্য সামগ্রী ।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন- রথের রশি টানাকে পুণ্যের কাজ মনে করেন। রথ থেকে আশে পাশের  দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুড়ে দেয়া হয় কলা- বাতাসা- খই। রথ থেকে ছুড়ে দেয়া  এ সব প্রসাদ ভক্তরা তাদের মনের বাসনা পূরনের জন্য খেয়ে থাকেন বলে জানা যায় । 
বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা উপলক্ষে এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির এক মিলন বন্ধনে পরিনত হয়।