উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বোয়ালী প্রতিবছর শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা পালন করে আসছে।
প্রতিবছর ভাদ্র পূর্ণিমায় তিথি অনুযায়ী -মঙ্গলবার ঘ ৯।৩৪।২৭ পর্যন্ত পরে পূর্নিমা বুধবার ঘ ৯।১৭।৪ পর্যন্ত পরে প্রতিপদ- রাধামাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
নিখিলেশ মজুমদার জানান- বোয়ালীর রথযাত্রা শতাধিক বছরের অধিক সময় ধরে উৎযাপন করা হচ্ছে।রথের প্রতিষ্ঠাতা
স্বর্গীয় কামিনি মোহন নন্দীর পছন্দের মানুষ স্বর্গীয় মুরারী মোহন মজুমদার কে দালিলিকভাবে সেবায়েত নিয়োজিত করে যান। সেই ধারাবাহিকতার স্বর্গীয় মুরারী মোহন মজুমদারের জৈষ্ঠ পুত্র অমরেশ মজুমদারের সার্বিক তত্বাবধানে ও মনতোষ মজুমদারের পরিচালনায় রথযাত্রা পালন করা হচ্ছে।
রথযাত্রার পুরোহিত পন্ডিত দীনেশ চক্রবর্তী জানান- মঙ্গলবার রাত্রি থেকে দেবতা রাধা মাধবের অধিবাস ও মঙ্গল ঘটের মাধ্যমে সুচনা হয় রথযাত্রার। বুধবার রথের দিন রাধা মাধবের নীজ বাড়ীতে -স্বর্গীয় কামিনী মোহন নন্দীর বাড়ীতে- ধর্মীয় নিয়ম করে পূজা শেষে-রাধা মাধবের মুর্তি গুলি রথের ভিতরে বসানো হয়। ঢাকের শব্দে এবং মহিলাদের শাঁখ বাজানো উলুধ্বনি শব্দে পরিবেশ উৎসবমূখর হয়ে উঠে। রাধামাধব ও কানাই-বলাইয়ের মুর্তিগুলি রথের ভিতরে স্হাপন করার পর রাধা মাধবের শ্বশুরবাডীর উদ্দেশ্যে রথ টান শুরু করা হয়। রথ টান শেষের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটে। শ্বশুর বাড়ী যাওয়াটাকে বলে সোজা রথ দশ দিন পর রাধামাধব নীজ বাড়িতে আসবে সেটাই উল্টো রথযাএা।
বোয়ালী-গোলয়া-রঘুনাথপুর-পিঁপড়াসিট- শ্রীপুর- ঢোলসমুদ্র-হবুয়ারচালা- কাকচালা-গোসাইবাড়ি-বান্দাবাড়ি-কাপাসিয়া চালা-সিকদার চালা-নলূয়া-বেড়াচালা-সোনাতলা-চা বাগান-গাছবাড়ী-পাবুরিয়া চালা-কুন্দাঘাটা- মদনখালী- গাবচালা- নন্দীচালা-বাথানিয়া চালা-নয়াপাড়া-ঝিংগাহাটি-কড়ইতলী-কাঁচিঘাটা-বড়ইবাড়ী- তালতলী- বাঁশতলী-ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকার মানুষ রথ যাএায় আসেন।
প্রতি বছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা উদযাপন হয়ে আসছে। রথযাত্রা উপলক্ষে মেলা বসে। বাঙালির চিরচেনা মুখরোচক খাবার ও বাহারি পণ্য নিয়ে রথযাত্রায় দোকানীরা হাজির হন। জিলাপি- সন্দেশ মুরালি- চিড়ার মোয়া- খাজা- নিমকি- মিষ্টি- ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও মাটির তৈরী বিভিন্ন জিনিস পএ, মনোহরী দোকান- খেলনার দোকানসহ বিভিন্ন বসে।
দূর দুরান্ত থেকে বিভিন্ন বয়সের লোকজনের উপস্থিতে মূখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন ।মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা – ধর্মীয় বই- বিভিন্ন রকম খাবার ও নিত্যপণ্য সামগ্রী ।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন- রথের রশি টানাকে পুণ্যের কাজ মনে করেন। রথ থেকে আশে পাশের দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুড়ে দেয়া হয় কলা- বাতাসা- খই। রথ থেকে ছুড়ে দেয়া এ সব প্রসাদ ভক্তরা তাদের মনের বাসনা পূরনের জন্য খেয়ে থাকেন বলে জানা যায় ।
বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা উপলক্ষে এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির এক মিলন বন্ধনে পরিনত হয়।