অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ.ন. ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম বলেছেন- বোয়ালী ইউনিয়নে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিএনপি কাজ করছে। বোয়ালী ইউনিয়নে সংখ্যালঘুদের মন্দির, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- লুটপাটের যদি কেউ চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। বিএনপির নামে যদি কেউ নৈরাজ্য করার চেষ্টা করে তাদের প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সকলের।
তিনি আরো বলেন- আমি স্পষ্ট ভাবে বলতে চাই- বিএনপিতে অনুপ্রবেশকারী কিংবা দুষ্কতকারীরা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না । আমরা জনগনের ভোটের অধিকার ও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি ইব্রাহিম এ সব কথা বলেন।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিন্নত আলী- কালিয়াকৈর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মালেক খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক এড. আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।