মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
তোর কোটা তুই নে-আমার ভাইকে ফেরত দে লেগেছে-রে লেগেছে-রক্তে আগুন লেগেছে এ শ্লোগানে রামগঞ্জ শহরে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১ টায় শত শত শিক্ষার্থী তীব্র বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরের বাইপাস সড়ক থেকে মিছিল শুরু হয়ে পৌরসভা গেইট চত্বর হয়ে মূল সড়ক দিয়ে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা সড়ক দখল করে জোহরের নামাজ আদায় করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করলেও কোন ধরনের সভা বা সমাবেশ করেনি তারা। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আমরা সবাই সমন্বয়ক। এখানে কেউই নেতা নয়। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আবার রাস্তায় নামবো।