হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের চৌমহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়, সনদ, আইডি কাড ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা ও উপকরণ সমুহ বিতরণ করা হয। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী মো. তরিকুল ইসলাস। বিশেষ অতিথি ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল্ল্যাহ- বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ- চৌমনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খাতুন- ইউপি সদস্য শেফালী বেগম প্রমূখ। মতবিনিময় শেষে পুরাতন ও নতুন শিক্ষার্থীদের মাঝে সনদ- আইডি কার্ড- প্যার্ড- ডাইরী ও কলম বিতরণ করেন অতিথিগণ। পরে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।