
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী প্রতিনিধি
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সহধর্মিনী, হাটহাজারীর এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা,স্বপ্নদ্রষ্ঠা ও প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সভাপতি বেগম ডালিয়া নাজনীন নাছির এর ১৯ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল কর্তৃক পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে এই মহীয়সী নারীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কবির আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জীবনী আলোচনা অনুষ্ঠান।
মরহুমার আলোচিত জীবনের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার,সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেম, মোঃ শাহ আলম,প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতির বক্তব্যে বলেন, বেগম ডালিয়া নাজনীন নাছির ছিলেন এক জ্যোতির্ময় মহীয়সী রমনী,তিনি শিক্ষার আলোয় অত্র এলাকার প্রতিটি সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।সে প্রচেষ্টারই ফসল মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল,আমাতুন নূর তালিমুল কুরআন মাদ্রাসা। তিনি স্বপ্ন দেখেছিলেন, অত্র এলাকার মেয়েদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার যাতে মেয়েরা এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারে।
সভায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।